কাফরুল ও যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কাফরুলের ইব্রাহিমপুরের গোয়ালবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন হোসেন (২০) ও যাত্রাবাড়ীতে মো. লিটন মিয়া নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইমনের সহকর্মীরা বলেন, ইমন ভবনের পাঁচতলায় নিচ থেকে রশি বেঁধে রড ওপরে ওঠাচ্ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ইমন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইমনদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দিননাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আহত অপর দুই শ্রমিক আনিস (১৮) ও ফয়সাল (১৮)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিকে যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিটন মিয়া নামের এক ভাঙারি বিক্রেতার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজন জানান, লিটন ভাঙ্গারি কিনতে একই এলাকার মেজবাউল হকের বাসায় গিয়েছিলেন। একটি লোহার জালি খুলতে কোদাল দিয়ে কোপ মারার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দুপুর ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।