টিএমএসএস মেডিকেলে কাশি-শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে কাশি-শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

৭০ বছর বয়সী ওই ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা। এ ছাড়া তিনজন করোনা ‘পজিটিভ’ ব্যক্তি এই ভাইরাসকে জয় করে গতকাল টিএমএসএস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম ( এইও) এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, শ্বাসকষ্ট, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার বিকেলে তাঁদের হাসপাতালে ভর্তি হন। নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদন আসার আগেই গতকাল সন্ধ্যায় ওই রোগীর মৃত্যু হয়।

আবদুর রহিম আরও বলেন, গতকাল করোনা জয় করে এই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনজন। তাঁরা হলেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার নিলা (৪৫), ফারহান (১৮) এবং সূত্রাপুরের নুর আকতার জামান (৪৫)। সম্প্রতি নমুনা পরীক্ষায় তাঁরা করোনা পজিটিভ হন। এরপর থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন।