শেরপুরে দুই স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৮৩। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদর উপজেলায় তিন, নালিতাবাড়ীতে দুই ও শ্রীবরদী উপজেলায় একজন রয়েছেন। এঁদের মধ্যে জেলা সদর হাসপাতালের একজন ফার্মাসিস্ট, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী ও সদর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যক্তিগত গাড়িচালক রয়েছেন। জেলায় করোনা পজিটিভ মোট ১৮৩ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ জন। আর দুজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমিত হচ্ছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে মাস্কের ব্যবহার বাড়াতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।