ফেনীতে নতুন ৪৯ জনের দেহে করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীতে একজন সহকারী কমিশনার (ভূমি), ১১ জন পুলিশ সদস্যসহ নতুন ৪৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৩। ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা গতকাল সোমবার দুপুরে এসব তথ্য জানান।

নতুন শনাক্ত ৪৯ জনের মধ্যে ১১ জন পুলিশ সদস্যসহ ফেনী সদর উপজেলারই ২৫ জন। এ ছাড়া সোনাগাজী উপজেলায় ১৩ জন, দাগনভূঞা উপজেলায় ৮ জন, ফুলগাজী উপজেলার দুজন ও ছাগলনাইয়া উপজেলায় একজন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। ছাগলনাইয়া উপজেলায় করোনা পজিটিভ হয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম একজন করোনা আক্রান্ত হন। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি মুঠোফোনের সেন্টারে চাকরি করতেন। গত দুই মাসে জেলায় ৪ হাজার ২২ জনের সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত ২ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৫৬৩ জনের করোনা দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এর মধ্যে ১১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১৯ জন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, ঈদের সময় বিভিন্ন জেলা থেকে অনেকে এলাকায় ফিরে অবাধে চলাফেরা করেছে। এতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। করোনার বিস্তার ঠেকাতে জেলার তিন উপজেলায় ৮টি এলাকায় গত বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়া হয়েছে।