ময়মনসিংহে করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে নতুন করে ১৪৪ জনের শরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনা রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ১৪৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১১৮ জন, নেত্রকোনায় ১৭, শেরপুরে ৬ ও জামালপুরে ৩ জন রয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৯, জামালপুরে ৪১৬, নেত্রকোনায় ৩৪৭ ও শেরপুরে ১৮৩ জন করোনা রোগী রয়েছেন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম বলেন, করোনা প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিগগিরই বিভাগের বিভিন্ন স্থানে জোন চিহ্নিত করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।