ফরিদপুরে ৪ পুলিশসহ আরও ৬১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ফরিদপুর জেলায় ৪ পুলিশ সদস্য, ১ চিকিৎসক, ১ নার্সসহ নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৮৫০। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৪, ভাঙ্গা ও বোয়ালমারীতে ৮ জন করে, সালথায় ৭, সদরপুরে ৬, নগরকান্দায় ৪, চরভদ্রাসনে ৩ ও আলফাডাঙ্গা উপজেলায় ১ জন রয়েছেন। এঁদের মধ্যে ১৭ জন নারী ও ৪৪ জন পুরুষ।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তিদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন করে যে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ির সঙ্গে বাইরের মানুষের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।