মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত

মুন্সিগঞ্জে ৬ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৬৪১। তবে নতুন করে মৃত নেই। আজ মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) ১২, ১৪ ও ১৫ জুন পাঠানো নমুনার মধ্য থেকে আজ দুপুরে ২৭১টি রিপোর্ট পাওয়া যায়। সেখানে ৫৬ জনের ফলাফল ‘পজিটিভ’ জানানো হয়।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৬ জন, সিরাজদিখান উপজেলায় ২১ জন, লৌহজং উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ৪ জন ও গজারিয়ায় ৩ জন রয়েছেন।

মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জে সংক্রমণ প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। তবে এ মাসের শুরু থেকে পাঠানো নমুনার ৩৪-৪৪ শতাংশ পজিটিভ আসছে। এটি নিয়ে দুশ্চিন্তাও বেড়েছে। করোনা বিষয়ে মানুষের মধ্যে উদাসীনতাও বেড়েছে। মানুষ বেপরোয়াভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাজার-মার্কেটগুলোতে জটলা লেগেই আছে। যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক, সেখানে লোকজন মাস্ক ছাড়াই বাইরে যাচ্ছে।

আবুল কালাম আজাদ আরও বলেন, সংক্রমণ রোধে জেলায় রেড জোনগুলো চিহ্নিত করার কাজ চলছে। আজ দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সভা হয়। সেখানে শহরের মাঠপাড়া এলাকাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জন এ সময় জেলার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন। তিনি ব্যক্তি সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ ৩২৩ জনসহ জেলা থেকে মোট ৭ হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৭ হাজার ২৫৮ জনের নমুনার ফল পাওয়া গেছে।

এ পর্যন্ত সবচেয়ে বেশি ৭১১ জন আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এ ছাড়া টঙ্গিবাড়ী উপজেলায় ১৩৩ জন, সিরাজদিখান উপজেলায় ২৫৮ জন, শ্রীনগর উপজেলায় ১৫৮ জন, লৌহজং উপজেলায় ২২৩ জন ও গজারিয়া উপজেলায় ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এখন পর্যন্ত সদর উপজেলায় ২০ জন ও টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও লৌহজং উপজেলায় ৫ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।

এদিকে টঙ্গিবাড়ী উপজেলায় নতুন সাতজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মুন্সিগঞ্জ মোট সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১৪০ জন, সিরাজদিখান উপজেলায় ৭৬ জন, শ্রীনগর উপজেলায় ৫২ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩১ জন, লৌহজং উপজেলা ২৫ জন ও গজারিয়া উপজেলায় ৫০ জন রয়েছেন।