কলাপাড়ায় নার্স করোনা 'পজিটিভ'

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ার একজন নার্স করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন উপজেলায় এসে পৌঁছায়।

৪৮ বছর বয়সী ওই নার্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই নার্সের সর্দি ও কাশি ছিল। এ অবস্থায় ১৩ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পরীক্ষার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এতে দেখা যায়, তিনি কোভিড-১৯–এ আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার প্রথম আলোকে বলেন, করোনা ‘পজিটিভ’ হওয়া ওই নার্সকে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। তিনি সরকারি বাসভবনে থাকেন। একই ভবনে আরও চারটি পরিবার বসবাস করে। ভবনটি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। তা ছাড়া ভবনে বসবাসকারী সবার নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।