কুতুবদিয়ায় জ্বর-সর্দিতে ইউপি সদস্যের মৃত্যু, নমুনা সংগ্রহ

জ্বর-সর্দি নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

মারা যাওয়া ওই ইউপি সদস্যের নাম আবুল হোসেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। বাড়ি ইউনিয়নের পূর্ব আলি ফকির ডেইল পাড়ায়।

পরিবার জানায়, সপ্তাহখানেক ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন আবুল হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাঁরা আবুল হোসেনের মৃত্যুর খবর পান। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতেই লাশ দাফন করেন।