ফেনীতে করোনায় সংক্রমিত আরও ৪৬ জন

ফেনীতে নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগীর মোট সংখ্যা এখন ৬০৯। ভারপ্রাপ্ত সিভিল এস এম মাসুদ রানা বুধবার দুপুরে এ তথ্য জানান।

নতুন শনাক্ত ৪৬ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ২৫ জন, ছাগলনাইয়া উপজেলার ১৫ (একজন মৃত্যুর পর করোনা পজিটিভ), সোনাগাজী উপজেলার ২ জন, ফুলগাজী উপজেলার তিনজন এবং ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অন্য জেলার একজন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম একজন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এরপর দুই মাস দুই দিনে জেলায় শনাক্তের সংখ্যাটা ৬০৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১২৪ জন। করোনা পরীক্ষার জন্য এই সময়ের মধ্যে জেলা থেকে মোট ৪ হাজার ২৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ১৩৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, করোনার বিস্তার ঠেকাতে ফেনীর তিন উপজেলায় ৮টি এলাকায় গত বৃহস্পতিবার থেকে লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।