ফরিদপুরে কোভিডে আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবসূত্রে এ তথ্য জানা গেছে। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৮১।

নতুন শনাক্তের মধ্যে ফরিদপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মী (৪০) রয়েছেন।

নতুন করে যে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের মধ্যে ভাঙ্গায় ১১, চরভদ্রাসনে ৬, সদরপুরে ৩, সদর উপজেলা, নগরকান্দা ও বোয়ালমারীতে ২ জন করে এবং আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় ১ জন করে রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন নারী ও ১৭ জন পুরুষ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘ফরিদপুরের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে সমগ্র জেলা লকডাউন করার বিষয়টি আমরা ভাবছি না। যেসব এলাকায় প্রাদুর্ভাব বেশি সেসব এলাকা সীমিত পর্যায়ে লকডাউন করার কথা ভাবছি। কেননা অর্থনীতির চাকা তো আমাদের সচল রাখতে হবে।’

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তিদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।