সুবর্ণচর উপজেলা পরিষদ কমপ্লেক্স লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ কমপ্লেক্সের দুই কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য পরিষদ কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। যাতে উল্লিখিত সময়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইউএনও এস এম ইবনুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে উপজেলা পরিষদের দুই কর্মকর্তার করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পরিষদ কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

ইউএনও ইবনুল হাসান বলেন, লকডাউন চলাকালে বাইরের লোকজনের পরিষদ কমপ্লেক্সে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জুন মাস হওয়ায় পরিষদের অন্যান্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে বসে কাজ করতে পারবেন।

এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, করোনা শনাক্ত হওয়া ওই দুই কর্মকর্তা উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।