বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন করা হয়েছে। ওই শাখার এক কর্মকর্তার শরীরে গতকাল করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এবং শাখার আরও তিন কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংক ব্যবস্থাপক মুহাম্মদ সামিউল হাসান নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।


এ ছাড়া গতকাল বুধবার ওই শাখার ১৭ জন কর্মকর্তা কর্মচারী, আনসার সদস্য ও ঝাড়ুদারসহ ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ওই ব্যাংক সূত্রে জানা গেছে, করোনায় সংক্রমিত ব্যক্তি ওই শাখায় সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) পদে কর্মরত। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ১৪ জুন থেকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘোষিত ফলাফলে জানা যায়, ওই কর্মকর্তা করোনায় সংক্রমিত।
ইতিমধ্যে ওই শাখার আরও দুই কর্মকর্তা ও একজন আনসার সদস্য সর্দি জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।