ফেনীতে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ফেনী জেলায় দুজন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪৫ জনে। গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ১৪ জন, ছাগলনাইয়ার ১১, দাগনভূঁঞার দুই পুলিশ সদস্যসহ ছয়, পরশুরামের চার এবং অপর একজন কোন উপজেলার তা জানা যায়নি।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল এস এম মাসুদ বলেন, বর্তমানে করোনা সংক্রমিত ১৮ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় মোট কোভিড–১৯ সংক্রমিত রোগীর সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ১৩৫ জন।