দেশের প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপন চেয়ে রিট

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তে দেশের প্রতিটি জেলা সদরের হাসপাতালে পিসিআর (পলিমেরাস চেইন রিঅ্যাকশন) ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে ই-মেইলের মাধ্যমে আজ বৃহস্পতিবার রিটটি জমা দেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

রিটের বিষয়টি জানিয়ে মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করা ও তাঁদের আইসোলেশনে রাখা জরুরি। প্রতিটি জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় সেখান থেকে নমুনা সংগ্রহ করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, যে কারণে রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে ৭ থেকে ১০ দিন লেগে যাচ্ছে। এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি সংক্রমিত কি না, তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। যদি কেউ ইতিমধ্যে সংক্রমিত হয়ে থাকেন, তবে তাঁর ক্ষেত্রে আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছে না। ফলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার শঙ্কা বাড়ছে। তাই প্রতি জেলা সদরের হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। রিটে স্বাস্থ্যসচিব ও অর্থসচিবকে বিবাদী করা হয়েছে।