রাজশাহী রেঞ্জে করোনা জয় করে কাজে ফিরলেন ৮০ পুলিশ সদস্য

রাজশাহী রেঞ্জে করোনা জয় করে আজ বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের ৮০ জন সদস্য কাজে যোগ দিয়েছেন। রাজশাহী রেঞ্জের অধীন আটটি জেলা ও বিভিন্ন ইউনিটের করোনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ হয়েছিল।

সন্ধ্যায় পুলিশের রাজশাহীর উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে করোনাভাইরাস প্রতিরোধযুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য। আজ পর্যন্ত রাজশাহী রেঞ্জাধীন আটটি জেলা ও বিভিন্ন ইউনিটের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হওয়া ৮০ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে কর্মস্থলে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন পুরুষ পুলিশ সদস্য ও ৫ জন নারী পুলিশ সদস্য রয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা বিভিন্ন জেলা পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

ডিআইজি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে অভিনন্দন জানান। বর্তমানে যাঁরা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।