গোপালগঞ্জে করোনায় কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আক্কাস আলী খান (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আক্কাস আলী খান মুকসুদপুর উপজেলার বাটিকামারী‍ ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামের জলিল খানের ছেলে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সাতজনের মৃত্যু হলো।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, গত সোমবার (১৫ জুন) আক্কাস আলী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন। পরের দিন তাঁর রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে বাড়িতেই মারা যান তিনি।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল বিশেষ ব্যবস্থায় আক্কাস আলীর দাফন সম্পন্ন করেছে।