মাদারীপুরে কোভিডে আক্রান্ত আদালতের কর্মচারীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মাদারীপুরে কোভিডে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনার সংক্রমণে মারা গেলেন ১০ জন।

করোনা পজিটিভ নিয়ে মারা যাওয়া এই ব্যক্তি মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের একজন কর্মচারী ছিলেন।

মাদারীপুর সদর হাসপাতাল সূত্র জানায়, করোনার উপসর্গ থাকায় ১৩ জুন নমুনা দেন এই ব্যক্তি। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত বুধবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের কাছে আসা করোনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। আজ সকালে তিনি মারা যান।

মাদারীপুর সদর হাসপাতালের আসাবিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার প্রথম আলোকে বলেন, ‘তাঁর জ্বরের সাথে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। আমাদের এখানে আইসিইউ ব্যবস্থা নেই। তাঁকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন ছিল। তাই আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু তাঁর পরিবার তাঁকে এখান থেকে কোথাও নিয়ে যায়নি। ভোর রাতে তাঁর শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে তিনি মারা যান।’