সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯০

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯০ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৯১। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. আনিসুর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ‌্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জের ৪৬ ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তর জানায়, করোনায় সিলেট বিভাগে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪০। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ২৩৩ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ১৬১ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা ২৬৫। মৃত্যু হয়েছে চারজনের। সুস্থ হয়েছেন ১৫৮ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ‌্যা ২২৯। চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৬ জন।