১১ ঘণ্টায় বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসকসহ ৪ জনের মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আজ শুক্রবার সকাল থেকে ১১ ঘণ্টার ব্যবধানে একজন চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল সদর হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক রয়েছেন। হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের (৬৬) বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। ওই ব্যক্তি গত বুধবার সকালে করোনার উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরদিন তাঁর নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। ফলাফল এখনো অপেক্ষমাণ। মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। তিনি মারা যান বেলা ২টা ৫ মিনিটের দিকে। ১৪ জুন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি। নমুনা পরীক্ষার পর কোভিড নেগেটিভ আসে। তৃতীয় মারা যাওয়া ব্যক্তি হলেন বরিশাল নগরের বিমানবন্দর থানার রায়পাশা এলাকার ৩৬ বয়সী এক নারী। তিনি মারা যান বেলা ২টা ২০ মিনিটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থতা নিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ( সিসিইউ) ইউনিটে ভর্তি হন। তাঁর করোনার উপসর্গ থাকায় আজ সকালে তাঁকে করোনা ওয়ার্ডে রেফার করা হয়। চতুর্থ রোগী মারা যান সন্ধ্যা ছয়টার কিছু আগে। তিনি বরিশাল সদর হাসপাতালের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক।

বরিশাল জেলা সিভিল সার্জন মনোয়ার হোসেন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ওই চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে গতকাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তবে বিষয়টি আগে আমাকে জানানো হয়নি। তিনি সন্ধ্যা ছয়টার দিকে মারা যান।’

হাসপাতাল সূত্র জানায়, গত ২৮ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৫ জন মারা যান। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ছিল।