জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার আরও উন্নতি

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ফুসফুসের সংক্রমণ এবং গলা ব্যথা আগের চেয়ে কমেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম আজ শুক্রবার রাতে জানান, 'জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে কমেছে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। গলার ব্যথার জন্য কথা কম বলছেন।'

জাহাঙ্গীর আলম আরও জানান, জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালে বসে লেখালেখি করছেন। তিনি মানসিকভাবে বেশ ভালো আছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।