বগুড়ায় মারা যাওয়া পুলিশ সদস্যের করোনা পজিটিভ

ফয়সাল আলম
ফয়সাল আলম

বগুড়ায় উপসর্গ ছাড়াই মৃত্যুর পর নমুনা পরীক্ষায় পুলিশের এক সদস্যের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফয়সাল আলম (৩৮) নামের ওই পুলিশ সদস্য বগুড়া শহরের নারুলী ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গত বুধবার রাতে শহরের ভাড়া বাসায় ‘হৃদ্‌রোগে’ মারা যান ফয়সাল। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড–১৯ পজিটিভ আসে। আজ শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ফয়সাল আলম। বুধবার রাতে নারুলী এলাকায় ভাড়া বাসায় ‘হার্ট অ্যাটাকে’ মারা যান তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় আসা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়। প্রতিবেদন আসার আগেই তাঁর লাশ গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজারানী গ্রামে দাফন করা হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান কোভিড–১৯–এ পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।