বগুড়ায় দিনাজপুরের করোনা 'পজিটিভ' ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা রাত পৌনে আটটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম আল ইমরান সরকার (৪৩) । তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর হিওড়া এলাকার বাসিন্দা।

আল ইমরান সরকারের স্ত্রী শাকিলা পারভীন দিনাজপুরের বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত।

শাকিলা পারভীন বলেন, তাঁর স্বামী ব্যবসার কাজে নানা স্থানে যাতায়াত করতেন তিনি। বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। ১৩ জুন নমুনা পরীক্ষার ফলাফলে ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। এরপর বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পারিবারিক গোরস্থানে লাশ দাফনের প্রস্তুতি চলছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম( এইও) প্রথম আলোকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আল ইমরানের মৃত্যু হয়। আইসিইউতে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।