অভয়নগরে করোনা রোগী ১০০ ছাড়াল

যশোরের অভয়নগরে নতুন করে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আজ শনিবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলীমুর রাজিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। আজ সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এতে দেখা গেছে, ১৭ জনের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’।

অভয়নগরে গতকাল শুক্রবার পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পাওয়া প্রতিবেদনে উপজেলায় মোট ১০৩ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন দুজন এবং সুস্থ হয়েছেন ১৫ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৯ জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।