গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ ১৫ জন করোনায় সংক্রমিত

গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। আজ শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৬ জন, কোটালীপাড়ায় ২ জন, কাশিয়ানীতে ৩ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ রয়েছেন। করোনায় সংক্রমিত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংক্রমিত ব্যক্তি ও আশপাশের লোকজনের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।

নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে ২ জন চিকিৎসক। অন্যরা বিভিন্ন পেশার মানুষ। নতুন দুজনকে নিয়ে জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মোট ৪৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, গোপালগঞ্জে এ পর্যন্ত ৪ হাজার ২১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ৪৫২ জনের মধ্যে ২১৬ জন সুস্থ হয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন। আর এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৭ জন।