সৈয়দপুরে সংক্রমিতদের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা

সৈয়দপুরে করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা করছেন। আজ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় মন্দিরে তোলা। ছবি: প্রথম আলো
সৈয়দপুরে করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা করছেন। আজ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় মন্দিরে তোলা। ছবি: প্রথম আলো

করোনায় সংক্রমিতদের সুস্থতার জন্য নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা করেছেন। আজ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় মন্দির হিরালাল ঠাকুরবাড়িতে ওই বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয়। হিন্দু কল্যাণ সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদ যৌথভাবে ওই বিশেষ প্রার্থনার আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়রের ছোট ভাই রশিদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মহসিনুল হক মহসিনের ছেলে সিয়াম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির রানা দাশগুপ্ত ও তাঁর সহধর্মিণীসহ অন্যান্য দেশবাসী, যাঁরা করোনায় আক্রান্ত—সবার জন্য এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে আগত ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে পূজা-অর্চনা করে করোনায় সংক্রমিতদের সুস্থতা কামনা করেন।

সৈয়দপুরে করোনায় সংক্রমিতদের সুস্থতার জন্য সনাতন ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব মেনে বিশেষ প্রার্থনা করছেন। আজ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় মন্দিরে তোলা। ছবি: প্রথম আলো
সৈয়দপুরে করোনায় সংক্রমিতদের সুস্থতার জন্য সনাতন ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব মেনে বিশেষ প্রার্থনা করছেন। আজ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় মন্দিরে তোলা। ছবি: প্রথম আলো

প্রার্থনায় উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ সমিতির সভাপতি তুষার কান্তি রায়, হিন্দু কল্যাণ সমিতির উপদেষ্টা জগলাল দাশ, বিনোদ কুমার আগারওয়ালা, তপন কুমার দাশ, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার, হিন্দু কল্যাণ সমিতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমিত কুমার আগারওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুবোধ চন্দ্র দাশসহ অন্যরা। পূজা-অর্চনা ও প্রার্থনা পাঠ করেন কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত নিখিল চট্টোপাধ্যায়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমিত কুমার আগারওয়ালা বলেন, ‘আমরা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনায় অনেক চেনা মুখ হারিয়ে গেছেন, অনেকে সংক্রমিত। তাই সৃষ্টিকর্তার কাছে সব মানুষের রোগমুক্তির জন্য এই বিশেষ প্রার্থনার আয়োজন আমাদের। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি, যেন সব অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন।’