কিশোরগঞ্জে আরও ৯১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কিশোরগঞ্জ জেলায় নতুন করে আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২০। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২২ জন, করিমগঞ্জের ৩, ইটনার ১, তাড়াইলের ২, পাকুন্দিয়ার ১, কটিয়াদীর ৫, নিকলীর ১, কুলিয়ারচরের ৬, ভৈরবের ৩৬, মিঠামইনের ১ ও বাজিতপুর উপজেলার ১৩ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, ৪৫৬ জনের নমুনা পরীক্ষার সর্বশেষ পাওয়া প্রতিবেদনে নতুন করে আরও ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ২২০। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪১৮ জন।