মতলব উত্তরে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধ (৭৫) মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গজরা ইউনিয়নে নিজ বাড়িতে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারে দোকানি ছিলেন। চার-পাঁচ দিন ধরে তিনি জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গে ভুগছিলেন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বাড়িতে মারা যান তিনি। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

নুসরাত জাহান বলেন, গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সীমিত লোকের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত তাঁর উপজেলায় ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে করোনা শনাক্ত হয় ২৭ জনের।