সখীপুরে ৫ পোশাককর্মী কোভিডে আক্রান্ত

টাঙ্গাইলের সখীপুরে চলতি জুন মাসে যাঁদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, তাঁরা সবাই পোশাককর্মী। সবশেষ আজ রোববার সকালে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নে গাজীপুরফেরত এক পোশাককর্মী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ মাসে পাঁচজন পোশাককর্মীর দেহে কোভিড শনাক্ত হলো।
সখীপুরে এ পর্যন্ত মোট ১৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আসমা আক্তার জানান, গত ২১ এপ্রিল ঢাকাফেরত একজন কাঁচামাল ব্যবসায়ীর হাত ধরে কোভিড-১৯ সখীপুরে প্রবেশ করে। এর দুই দিন পর তাঁর পরিবারের আরও চার সদস্যের কোভিড শনাক্ত হয়। গত এপ্রিল মাসে ছয়জন, মে মাসে পাঁচজন এবং জুন মাসে এখন পর্যন্ত পাঁচজন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সখীপুরে এ পর্যন্ত ১৬ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, উপজেলায় শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১ জন মারা গেছেন ও ৮ জন বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেছেন। বাকিরাও বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে, আর দুই–তিন দিনের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আসমাউল হুসনা লিজা প্রথম আলোকে বলেন, যেসব পোশাকশ্রমিক কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁরা সবাই গাজীপুর কিংবা ভালুকায় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। অসুস্থ হয়ে বাড়িতে ফেরত আসার পর গ্রামবাসীর চাপের মুখে তাঁরা নমুনা পরীক্ষা করাতে বাধ্য হয়েছেন।