কেয়ার হাসপাতালে করোনা ইউনিট চালু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজধানীর কলেজ গেটে অবস্থিত কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে। সেখানে চালু হয়েছে করোনা ইউনিট। করোনা উপসর্গ থাকা এবং আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের চিকিৎসা সেবার বিশেষ ব্যবস্থা সেখানে করা হয়েছে।

হাসপাতালের কর্মকর্তা আতিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে করোনা শনাক্ত করাসহ নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটর সুবিধা রয়েছে। এ ছাড়া আছে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স রোগীদের সেবায় নিয়োজিত থাকছেন।

হাসপাতালটির ঠিকানা: ১/১৫, ব্লক-বি, মোহাম্মদপুর হাউজিং এস্টেট, কলেজ গেট, মিরপুর, ঢাকা। যোগাযোগ: ০৯৬১৩৫৫০০৬৬, ০১৭০৩১৯৮৮৫৯, ৯১৪৪৪৫৯ ও ৯১৪২৮৪৪। বিজ্ঞপ্তি