ডিএমপিতে আক্রান্ত ২ হাজার ছাড়াল

গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারাদেশে ৩০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোবববার পর্যন্ত এ নিয়ে পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার আট হাজার ৮৪৮ জন। এর মধ্যে ডিএমপিতেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ১২০ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আক্রান্ত আট হাজার ৮৪৮ জন জন সদস্য পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত। আজ পর্যন্ত সারাদেশে নয় হাজার ৩৭৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গ নিরোধ) ছিলেন। এখন পর্যন্ত তিন হাজার ৪৫০ জন পুলিশ সদস্য আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন। গতকাল পর্যন্ত পাঁচ হাজার ৪০৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে যে ৩১ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই ১২ জন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা প্রথম আলোকে বলেন, পুলিশ মানুষের সুরক্ষায় কাজ করে। তাই তারা আক্রান্ত হওয়ার ভয় করছেন না। দেশের মানুষের জন্য তারা জীবন উৎসর্গ করছেন। করোনাকালীন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে পুলিশ মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।