বগুড়ায় করোনা 'পজিটিভ' ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড ইউনিটে রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৬২)। বাসা বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায়। তিনি শহরের আদর্শ রেলওয়ে হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি ছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ওই ব্যবসায়ী বেশ কিছুদিন আগে এই হাসপাতালে এসে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ১২ জুন তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। ২২ জুন তাঁকে এই হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। রোববার রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।