সিলেট বিভাগে আরও ১০২ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে ১০২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৫। গতকাল সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে সিলেট জেলার ৪৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার ৭ জন এবং ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার ৩০ জন ও মৌলভীবাজার জেলার ১৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে।

সিলেট জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগী ১ হাজার ৮১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ২৪৪ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ৭৯৫ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯২ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা ৩৭২। এর মধ্যে মারা গেছেন ৫ জন। আর সুস্থ হয়েছেন ১৭০ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ২৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১১৮ জন।