ঝালকাঠিতে ২ চিকিৎসকসহ আরও ২০ জন কোভিডে আক্রান্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ঝালকাঠিতে নতুন করে দুজন চিকিৎসক, একজন ডেন্টাল টেকনিশিয়ানসহ ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

তাঁদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ও নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক এবং সদর হাসপাতালের এক ডেন্টাল টেকনিশিয়ান রয়েছেন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন। ঝালকাঠি জেলায় গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত ১১ এপ্রিল ঝালকাঠি জেলা সদর উপজেলায় একই পরিবারের তিনজন করোনাভাইরাসে প্রথম শনাক্ত হন। এরপর থেকেই জেলাজুড়ে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত তিন দিনেই ৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচ চিকিৎসক, শিক্ষক, পুলিশ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ রয়েছেন।