ফরিদপুর শহরে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী (৬৫) মারা গেছেন। তাঁর বাড়ি ফরিদপুর পৌরসভার একটি মহল্লায়। তিনি ফরিদপুর শহরের একজন জুতা ব্যবসায়ী। শহরের চকবাজার এলাকায় তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

ওই ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সোমবার সকালে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান তিনি।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আজ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যবসায়ী করোনার কারণে মারা গেছেন কি না।