বগুড়ায় করোনায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত এক ঝালমুড়ি বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালে আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে করোনা ‘পজিটিভ’ ওই রোগী মারা যান।

ওই ঝালমুড়ি বিক্রেতার নাম নুরুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া গ্রামের বাসিন্দা। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খায়রুল বাশার কোভিডে তাঁর মৃত্যু নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কোভিডের উপসর্গে দেখা দেওয়ায় নমুনা দিলে তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর বৃহস্পতিবার (১৮ জুন) তিনি মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে তাঁর লাশ নিজ গ্রামে দাফনের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে আজ জেলার সরকারি-বেসরকারি দুই হাসপাতালে তিন কোভিড রোগী মারা গেলেন।