রাজশাহী নগরে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

রাজশাহী নগরে নতুন করে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নগরে এক দিনে এটাই সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড।

গতকাল সোমবার রাতে রাজশাহীর দুটি ল্যাবে পরীক্ষায় নতুন ৪৩ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ফেরদৌস জানান, গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রাজশাহী নগরের ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রাজশাহী নগরের আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৪ জনের মধ্যে রয়েছেন পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এই ৪৩ জন নিয়ে রাজশাহী জেলায় করোনা রোগীর সংখ্যা ৩০০ ছাড়াল। এর মধ্যে শুধু রাজশাহী নগরেই রোগীর সংখ্যা ১৮২।