খুলনায় আইসোলেশন ওয়ার্ডে তিনজনের মৃত্যু

জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫টার মধ্যে তাঁরা মারা যান।

মারা যাওয়া তিনজনের একজন মহসিন খোকন (৫৬)। খুলনা নগরের টুটপাড়া এলাকার এই বাসিন্দা গতকাল রাত পৌনে ১১টার দিকে মারা যান। তাঁর অ্যাজমা, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ ছিল। অপর দুজনের মধ্যে বাবু খান রোড এলাকার পান্না ওয়াজেদ (৭০) মারা যান ভোর পাঁচটার দিকে। আর নড়াইলের মহিশখোলা এলাকার কাশেম শেখ (৩৬) মারা যান রাত ১টা ৪০ মিনিটের দিকে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ফ্লু কর্নারের মুখপাত্র চিকিৎসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া তিনজনের শরীরেই করোনাভাইরাসের উপসর্গ ছিল। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁরা করোনায় সংক্রমিত ছিলেন কি না, প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।