ময়মনসিংহে নতুন শনাক্ত ১০৫, রোগী আড়াই হাজার ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ময়মনসিংহ বিভাগে নতুন করে ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়াল। আজ মঙ্গলবার ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৭২ জন, জামালপুরে ২৩, শেরপুরে ৭ ও নেত্রকোনায় ৩ জন রয়েছেন। বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৪৭১। এ ছাড়া জামালপুরে ৫০৩ জন, নেত্রকোনায় ৩৮৪ ও শেরপুরে ২১৮ জন এই ভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। বিভাগে মোট শনাক্ত ২ হাজার ৫৭৬ জনের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ২৯ জন। সুস্থ হয়েছেন ৯৪২ জন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম জানান, করোনা প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।