বগুড়ায় করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়া জেলায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১৩৬ জন। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৩৩০। আর মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৬। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বগুড়া জেলা শহরের ৮৩ জন, শাজাহানপুর উপজেলার ১৪, শিবগঞ্জের ১২, শেরপুরের ৮, কাহালুর ৮, সারিয়াকান্দির ৪, সোনাতলার ২, গাবতলীর ২, নন্দীগ্রামের ২ ও ধুনট উপজেলার ১ জন রয়েছেন। আর ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত মানুষের সংখ্যা ৩৬। সুস্থ হয়েছেন ২৫০ জন।

জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত ছিলেন ২ হাজার ১৯৪ জন। আজ নতুন করে ১৩৬ জনের শনাক্ত হওয়ায় মোট সংক্রমিত হলেন ২ হাজার ৩৩০ জন। এর মধ্যে ১ হাজার ৬০১ জন পুরুষ, ৬০৬ জন নারী ও ১২৩টি শিশু।