বাঁশখালীতে চিকিৎসকসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চিকিৎসকসহ নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩২। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক (নারী), কৃষি কর্মকর্তা, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসক ও দুজন নার্স করোনায় সংক্রমিত হলেন। এ পর্যন্ত উপজেলার স্থানীয় সোনালী ব্যাংকের সাত কর্মকর্তা, বাঁশখালী থানা-পুলিশের ১০ সদস্য কোভিডে সংক্রমিত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভাশীষ ত্রিপাটি বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে এক নারী চিকিৎসকের শারীরিক অবস্থা খারাপ ছিল। তাঁর অবস্থা এখন ভালোর দিকে।

প্রসঙ্গত, বাঁশখালীতে একটি বুথ স্থাপন করা হয়েছে। বুথটিতে সপ্তাহে ছয়দিন (শুক্রবার ছাড়া) করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।