নীলফামারীতে করোনা রোগী ৩০০ ছাড়াল

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নীলফামারী জেলায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩০০ ছাড়াল। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে নীলফামারী সদর উপজেলা ৪ জন ও জলঢাকা উপজেলার ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০৫। গত ৭ এপ্রিল জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

নীলফামারীর সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নতুন করে আরও সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৫ জন। এর মধ্যে মারা গেছেন এক নারীসহ ছয়জন। আর সুস্থ হয়েছেন ১৫৮ জন।