কোভিডে আক্রান্ত ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত গাড়িচালকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কোভিড-১৯-এ আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত গাড়িচালক আবু মোতালেবের (৬০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে।

পারিবারিক সূত্র ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার জানান, আবু মোতালেব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক ছিলেন। চার বছর আগে ঢাকা ফায়ার সার্ভিস থেকে তিনি অবসরে যান। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জেই অবস্থান করছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম করোনায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু মোতালেব নারায়ণগঞ্জে মারা যাওয়ার কারণে করোনায় মৃত্যুর হিসাবটি সেখানেই গণনা করা হবে। তাঁর মরদেহ সরকারি নিয়ম মেনে পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়িতে দাফন করা হবে।