২৬ বিচারক ও আদালতের ৯৭ কর্মচারীর করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

দেশের অধস্তন আদালতের ২৬ জন বিচারক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আদালতের ৯৭ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্টের ২৬ জন ও অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী রয়েছেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক খুদে বার্তায় এই তথ্য জানান।

এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের এই কর্মকর্তা জানিয়েছিলেন, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত (২০ জুন) সারা দেশের অধস্তন আদালতের ২০ জন বিচারক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই সময়ে সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী ও অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। কোভিড-১৯ উপসর্গ নিয়ে সে সময় আইসোলেশনে ছিলেন আরও ছয়জন বিচারক।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, তিন দিনের ব্যবধানে অধস্তন আদালতের আরও ছয়জন বিচারক করোনায় আক্রান্ত হলেন। আর সুপ্রিম কোর্টের দুজন এবং অধস্তন আদালতের ১২ জন কর্মচারী করোনায় সংক্রমিত হয়েছেন।