জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ স্থিতিশীল

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ স্থিতিশীল রয়েছে। এ ছাড়া কথা বলতে গেলে তিনি সমস্যাবোধ করছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, 'জাফরুল্লাহ চৌধুরীর উচ্চারণে সমস্যা হচ্ছে। সে কারনে তিনি কথা না বলে সবার সাথেই লিখে বা ইশারায় কথা বলেন। ফুসফুসের সংক্রমণ স্থিতিশীল। তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।'

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আলোচনা সভা:
আগামী বৃহস্পতিবার জাফরুল্লাহ চৌধুরীর নভেল করোনা সংক্রমণ থেকে মুক্তি, তাঁর চিকিৎসা ব্যয় এবং তাঁর লেখা 'করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ২০২০-২১ বাংলাদেশ বাজেট' নিয়ে এক আলোচনা সভা হবে। সকাল ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ সভা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম এ কথা জানিয়েছেন।