গাজীপুরে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে । এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৪। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে ৩১ জন। এর মধ্যে সিটি ও গাজীপুর সদরে ১৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৩ জন, কালীগঞ্জে ৯ জন ও কাপাসিয়ায় ৩ জন রয়েছেন। পুরো গাজীপুর থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে ৩ হাজার ১৪ জনের।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ৩ হাজার ১৪ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় রয়েছেন ৩৬৩ জন, কালীগঞ্জে ২৪৫ জন, কাপাসিয়ায় ১৭৮ জন, শ্রীপুরে ৩০৩ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে রয়েছেন ১ হাজার ৯২৫ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ৫০২ জন।