জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' নিহত মাদক মামলার আসামি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতাকল মঙ্গলবার রাতে মোড়ের বাজার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি জয়পুরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৮)। তিনি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। রবিউলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ আজ বুধবার সকালে জানান, গতকাল রাতে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে বের হন র‍্যাব সদস্যরা। পাঁচবিবি উপজেলার মোড়ের বাজার স্লুইসগেট এলাকায় অভিযান চলছিল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৫০২ বোতল ফেনসিডিল, ১২০০টি ইয়াবা বড়ি, দুটি ম্যাগজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিহত রবিউল ইসলামের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। দুই বছর আগে রবিউলের ছোট ভাই রিন্টু ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। তিনিও এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।