ফেনীতে ইউএনওসহ করোনায় সংক্রমিত ১৮ জন

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

ফেনীতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সস্ত্রীক, একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্যসহ নতুন করে ১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৭১। ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলার একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্যসহ ৮ জন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ও তাঁর স্ত্রীসহ ৫ জন, সোনাগাজী উপজেলায় একজন, ছাগলনাইয়া উপজেলায় একজন এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুজন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় চাকরি করতেন। এরপর থেকে এ পর্যন্ত শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৩ জন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলায় ৮টি এলাকায় ১৩ দিন ধরে লকডাউন চলছে।