সিলেটে করোনা রোগী সাড়ে তিন হাজার ছাড়াল

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেট বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। বিভাগে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত নতুন করে ১৮৭ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

সিলেটে স্থাপিত দুটি পরীক্ষাগার ও ঢাকার পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ওই ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৬৭ জন, সুনামগঞ্জ জেলার ৪৫ জন, হবিগঞ্জ জেলার ৫২ জন ও মৌলভীবাজার জেলার ২৩ জন।

নতুন ১৮৭ জন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১১ জন, সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন ও হবিগঞ্জ জেলায় ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।