রাজশাহীতে দুই কোভিড রোগীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অপর একজন। গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে আজ বুধবার সকাল ছয়টার মধ্যে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া দুই কোভিড রোগী হলেন রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নূরী (৩২) ও পাবনা সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে লিয়াকত আলী (৬০)। এর মধ্যে সুলতানা নূরী ২২ জুন করোনা পজিটিভ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। গতকাল দিবাগত রাত একটার দিকে সেখানে তিনি মারা যান। পাবনার লিয়াকত আলীও করোনা পজিটিভ নিয়ে ২২ জুন আইসিইউতে ভর্তি হয়েছিলেন। তিনি মারা গেছেন আজ সকাল ছয়টার দিকে। এদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন হলেন নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০)। তিনিও ২২ জুন করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। গতকাল রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী শাখা কর্তৃপক্ষ জানায়, ওই নারীর লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য প্রস্তুতি চলছে।